মাত্রা কাকে বলে? কতপ্রকার কি কি
প্রশ্নঃ মাত্রা কাকে বলে? পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ কয়টি ও কি কি?
মাত্রার উপর ভিত্তি করে বর্ণ তিন প্রকার। এগুলো হলো –
- পূর্ণমাত্রা
- অর্ধমাত্রা
- মাত্রাহীন বর্ণ
পূর্ণমাত্রা কয়টি ও কি কি?
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা ৩২ টি। এই ৩২ টি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ মিলিয়ে। এর মাঝে স্বরবর্ণে ৬ টি এবং ব্যঞ্জনবর্ণে ২৬ টি রয়েছে। নিম্নে এগুলো দেওয়া হলো –
পূর্ণমাত্রা : অ, আ, ই, ঈ, উ, ঊ, ক, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ, ন, ফ, ব, ভ, ম, য, র, ল, ষ, স, হ, ড়, ঢ়, য়
স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণ কয়টি ও কি কি?
স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণ ৬ টি। এগুলো হলো –
অ, আ, ই, ঈ, উ, ঊ
ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রার বর্ণ কয়টি ও কি কি?
ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রার বর্ণ ২৬ টি। এগুলো হলো –
ক, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ, ন, ফ, ব, ভ, ম, য, র, ল, ষ, স, হ, ড়, ঢ়, য়
অর্ধমাত্রার বর্ণ কয়টি ও কি কি?
বাংলা বর্ণমালায় এমন কতগুলো বর্ণ রয়েছে যেগুলোর মাথার উপর মাত্রা থাকে না, কিন্তু মাথার ডানদিকে অল্প একটু মাত্রা থাকে, সেগুলোকে অর্ধমাত্রার বর্ণ বলে।
বাংলা বর্ণমালায় মোট ৮ টি অর্ধমাত্রার বর্ণ রয়েছে। এর মাঝে স্বরবর্ণে ১ টি আর ব্যঞ্জনবর্ণে ৭ টি রয়েছে। এগুলো হলো –
অর্ধমাত্রা : ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ
অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টি ও কি কি?
বাংলা বর্ণমালায় ১১ টি স্বরবর্ণের মাঝে শুধুমাত্র একটি (১টি) বর্ণের মাঝে অর্ধমাত্রা রয়েছে। এটি হলো ঋ।
অর্ধমাত্রা ব্যঞ্জনবর্ণ কয়টি ও কি কি?
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা ব্যঞ্জনবর্ণ ৭ টি। যথাঃ-
খ, গ, ণ, থ, ধ, প, শ
বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি ও কি কি?
বাংলা ভাষার মোট ৫০ টি বর্ণের মধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। এর মাঝে মাত্রাহীন বর্ণ কয়টি এ নিয়ে অনেকেই জানে না। চলুন তাহলে জেনে নেই।
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০ টি। এর মাঝে সরবর্ণে রয়েছে ৪ টি মাত্রাহীন বর্ণ এবং ব্যঞ্জনবর্ণে রয়েছে ৬ টি মাত্রাহীন বর্ণ। এগুলো হলো –
মাত্রাহীন বর্ণ: মাত্রাহীন বর্ণ ১০টি। যথাঃ এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ।
বাংলা স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি ও কি কি?
বাংলা ১১ টি স্বরবর্ণের মাঝে মাত্রাহীন বর্ণ ৪ টি। এগুলো হলো –
মাত্রাহীন বর্ণঃ এ, ঐ, ও, ঔ
বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি ও কি কি?
বাংলা ব্যঞ্জনবর্ণের মাত্রাহীন বর্ণ ৬ টি। এগুলো লিখার সময় মাত্রা ব্যবহার করা হয় না। এ ৬ টি হলো –
মাত্রাহীন বর্ণঃ ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ
তো আজ এপর্যন্তই থাকলো। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
ধন্যবাদ।
কোন মন্তব্য নেই