ভাষা ও বর্ণমালা
প্রশ্নঃ ভাষা কাকে বলে? কত প্রকার ও কি কি?
উত্তরঃ মনের ভাব প্রকাশের জন্য যে কথা বলা হয় তাকে ভাষা বলে।
ভাষা ২ প্রকার। ক) সাধু ভাষা ও খ) চলিত ভাষা।
প্রশ্নঃ মাতৃভাষা কাকে বলে?
উত্তরঃ মানুষ মায়ের নিকট থেকে প্রথম যেই ভাষা শেখে, তাকে মাতৃভাষা বলে।
প্রশ্নঃ বাংলা ভাষা কাকে বলে? ভাষার রূপ কয়টি ও কি কি?
উত্তরঃ বাংলাদেশের মানুষ যে ভাষায় কথা বলে, তাকে বাংলা ভাষা বলে।
বাংলা ভাষার রূপ ২টি। ক) সাধু ভাষা ও খ) চলিত ভাষা।
প্রশঃ বর্ণমালা কাকে বলে? বাংলা ভাষার বর্ণ কত প্রকার কি কি?
উত্তরঃ বাংলা ভাষায় ৫০টি বর্ণ আছে। এগুলোকে একত্রে বর্ণমালা বলে।
বাংলা ভাষায় বর্ণ দুই প্রকার। যথা- স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ।
প্রশ্নঃ ব্যঞ্জণবর্ণ কাকে বলে? কয়টি ও কি কি?
উত্তরঃ যে বর্ণ স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, তাকে ব্যঞ্জনবর্ণ বলে।
বাংলা ভাষায় ৩৯টি ব্যঞ্জনবর্ণ আছে। যেমন- ক= ক+অ, খ=খ+অ ইত্যাদি।
-
প্রস্তুতকারীঃ সাগর হেলাল
কোন মন্তব্য নেই